করোনায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় দুই হাজার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ০৪:৩৫; আপডেট: ১ আগস্ট ২০২৫ ১২:২৬

ছবি: প্রতীকী

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৪৭তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮১ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক’হাজার ৯৯৮ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১১ হাজার ৮৮২টি পরীক্ষায় এক’হাজার ৯৯৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৪ লাখ ৭৫ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৩১ হাজার ৫১২টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৪ লাখ ০৬ হাজার ৭৫১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৪৯৪ জনসহ মোট ১৯ লাখ ০৯ হাজার ২৭৩জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ।

মৃত ৭ জনের মধ্যে ৭ জনই পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ১ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৫ কোটি ৫৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৬২ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩ কোটি ০১ লাখের বেশি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top