বুস্টার ডোজে ৬ মাস পরেও থাকে এন্টিবডি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০৬:৪৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৫:২৩

ছবি : প্রতিকী

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণের ছয় মাস পরেও শরীরে এন্টিবডি থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। কোডিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়ে পরিচালিত ‘এন্টিবডি টিট্রে সিক্স মান্থ আফটার থার্ড ডোজ অব ভ্যাক্সিনেশন এগেইনস্ট সার্স কোভ-২ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ ফল ঘোষণা করেন গবেষণার প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

গবেষণার ফল বলা হয়, বুস্টার ডোজ গ্রহণের এক মাস পরে শতভাগ অংশগ্রহণকারীদের শরীরে এন্টিবডি পাওয়া গেছে। গ্রহীতাদের প্রায় সবার ক্ষেত্রেই এন্টিবডির মাত্রা পুনরায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০৮৭৮ এইউ/এমএল, তবে বুস্টার ডোজ গ্রহণের ৬ মাস পরেও শতভাগ অংশগ্রহণকারীদের শরীরে এন্টিবডি পাওয়া যায়। কিন্তু প্রায় সবার ক্ষেত্রেই এন্টিবডির মাত্রা কিছুটা কমে ১০৬৭৫.৭ এইউ/এমএল নেমে আসে।

এ ছাড়া এর মধ্যে যাদের কোভিড আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রেই এন্টিবডির মাত্রা বৃদ্ধি বাড়ে। রক্তের প্যারামিটারগুলোতে (হিমোগ্লোবিন, প্লেটলেটসহ অন্যান্য) উল্লেখযোগ্য কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি।

এক প্রশ্নের উত্তরে জানানো হয়, এন্টিবডির পরিমাণ হ্রাস পাওয়ায় বুস্টার ডোজ গ্রহণকারীদের চতুর্থ ডোজ নিতে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট দেশের সরকারগুলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

লিখিত বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় টিকার ১৩ কোটি মানুষ প্রথম ডোজ, ১২ কোটিরও বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ৪ কোটিরও বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বুস্টার ডোজ গ্রহণে টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি তৈরি হয় এবং কোভিড-১৯ আক্রান্ত হওয়ার শঙ্কা কমে আসে। এর আগে কোভিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের এক মাস পরে পরিচালিত গবেষণায় ২২৩ জনের মধ্যে ৯৮ শতাংশের শরীরে এন্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছিল।

যারা পূর্বে কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে তুলনামূলক বেশি এন্টিবডি পাওয়া যায়। টিকা গ্রহণের ছয় মাস অতিবাহিত হওয়ার পরে দেখা দিয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই এন্টিবডির পরিমাণ হ্রাস পেয়েছে। তাদের মধ্যে ৩০ জন টিকাগ্রহীতার ক্ষেত্রে দেখা যায়, ৭৩ শতাংশের এন্টিবডির মাত্রা হ্রাস পেয়ে গড় এন্টিবডির মাত্রা ৬৭৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল তে নেমে এসেছিল। এ সময় দুজন টিকাগ্রহীতার দেহে পর্যাপ্ত এন্টিবডি পাওয়া যায়নি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top