দুদিনে আসছে ৪৫ লাখ টিকা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২১ ০২:২৮; আপডেট: ৩ জুলাই ২০২১ ০২:৩৫
 
                                আগামী দুই দিনের মধ্যে দেশে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা আসছে। দেশে একসঙ্গে এত টিকা আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কাল ও পরশু দুই দিনে ৪৫ লাখ টিকা আসছে। 
তিনি বলেন, কাল (২ জুলাই) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ টিকা আসবে। ওই রাতেই সাড়ে ১২টায় আবার চীনের তৈরি সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। 
মন্ত্রী বলেন, পর দিন (৩ জুলাই) মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা রাত সাড়ে আটটায় বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেদিনই সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা আসবে। সবমিলিয়ে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা আমরা পেয়ে যাব।
দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, আমরা টিকার জন্যই অপেক্ষা করছি। এই ৪৫ লাখ ডোজ টিকা হাতে পেলে পূর্বের ন্যায় টিকাদান কর্মসূচি শুরু করতে পারব।
                                
-2020-08-02-19-24-56.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: