আরোও ৩২ জনের মৃত্যু

দেশে মৃত্যুর মিছিলে এক হাজার ১৭১ জন

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৫ জুন ২০২০ ০০:২৪; আপডেট: ১৫ জুন ২০২০ ১৭:২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ১৭১ জন।

এছাড়া একই সময়ে আরো তিন হাজার ১৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জন। রবিবার দুপুরে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। সূত্র : ইত্তেফাক

তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৭৩০ জন।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখা, সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top