২৭ দিন করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

রাজ টাইমস | প্রকাশিত: ১৮ মে ২০২২ ০৫:৪৩; আপডেট: ১ আগস্ট ২০২৫ ১২:২২

ছবি: প্রতীকী

২১ এপ্রিল হতে এপর্যন্ত করোনায় কেউ মৃত্যুবরণ করেননি। ফলে টানা ২৭ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৭ জন।

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২ জন। শনাক্তের হার দশমিক ৭৫ শতাংশ। আগের দিন ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৭ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার দশমিক ৮৮ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৭১ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৮ শতাংশ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top