রূপগঞ্জে লেদার কারখানায় আগুন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ২২:৪২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
বুধবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দুপুর দেড়টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। এখন পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর আমরা পাইনি।
সূত্র: নয়া দিগন্ত
বিষয়: আগুন নারায়নগঞ্জ রুপগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: