কল্যাণপুরে বস্তিতে আগুন: পুড়ে গেছে দুই শতাধিক ঘর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২ ১৮:২৩; আপডেট: ১৯ মে ২০২৪ ০১:১১

ঢাকার কল্যাণপুর বস্তিতে ভয়াবহ আগুন।

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুই শতাধিক ঘর।রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তির এই ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ছেলেমেয়েকে নিয়ে ওই বস্তিতে থাকেন মোফাজ্জেল হোসেন। আগুনের সময় সবাই কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে বস্তিতে এসে দেখেন সব পুড়ে ছাই। মোফাজ্জেল হোসেন বলেন, ‘প্রায় দুই কিলোমিটার দৌড়ে এসে দেখি আমার সব আগুনে পুড়ে গেছে। সবাই বাইরে থাকায় কিছুই বের করতে পারিনি।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ৮টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ৯টার সময় ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে যোগ দিতে পারেনি।

সাজ্জাদ হোসাইন আরও বলেন, বস্তিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থলে যেতে পারেননি। পরে বস্তির অপরদিক ঘুরে একটি পানির গাড়ি ভেতরে প্রবেশ করে। কিন্তু সেখানে পানির লাইন ছিল না। প্রথম অবস্থাতেই এক গাড়ি পানি শেষ হয়ে যায়। পরে ওয়াসাকে খবর দিলে, ওয়াসার গাড়ি এলে পানি দেওয়া শুরু হয়। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, আগুনে কোনো হতাহত নেই, নিখোঁজের অভিযোগও পাওয়া যায়নি। আগুনের কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় আজ রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top