পুকুর খননের সময় প্রাচীন মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০৫:৫৬; আপডেট: ১৯ মে ২০২৪ ০৫:০৬

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে খননের সময় প্রাচীন আমলের একটি কালো মূর্তি উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রাম থেকে মূর্তিটি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার সকালে উপজেলার কেশবপুর গ্রামে সরকারি খাস তফসিলের একটি পুকুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খনন করছিল। এসময় মাটিকাটাঁ মেশিনের সঙ্গে শক্ত কোনো বস্তুর ধাক্কা লাগে। প্রথমে সে ভয় পেয়ে বিষয়টি তাঁর সঙ্গে থাকা অন্যদের জানায়।

পরে কয়েজন মিলে ওই শক্ত বস্তু খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে তারা পুকুরের মাটির নিচ থেকে কালো রঙের একটি মূর্তি তুলে আনে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাচীনকালের মূর্তিটি থানায় জমা রাখা হয়েছে। নিয়ম মেনে আদালতের নির্দেশে তা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top