৩৮ থেকে ৪১ ডিগ্রিতে উঠানামা

রাজশাহীতে তীব্র তাপদাহ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৮:৪৬; আপডেট: ১৮ মে ২০২৪ ২১:৫১

ফাইল ছবি

রাজশাহীতে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে এই বিরূপ আবহাওয়া আরো কয়েক দিন থাকবে বলে জানা গেছে।

গতকাল শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর আবহাওয়া অফিসের ইনচার্জ আবু সাঈদ মিয়া জানান, রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। একদিনের ব্যবধানে শনিবার তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে তীব্র তাপ প্রবাহের মধ্যে শুক্রবার রাজশাহীতে গত আট বছরে দেশের সর্বাচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ দিনে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তথ্যমতে, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীর উপর দিয়ে মার্চের মধ্যভাগ থেকে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত প্রায় মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে ৪ এপ্রিল মাত্র ০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হলেও খরাপ্রবণ এলাকা রাজশাহীতে হয়নি। ফলে রাজশাহীর উপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top