বগুড়ার শেরপুরে গাঁজার নার্সারি !

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০২:২৯; আপডেট: ১৮ মে ২০২৪ ২২:৫৩

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বসতবাড়ির উঠানে গড়ে তোলা নার্সারিতে গাঁজা চাষ করেন জামাল উদ্দিন। উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামস্থ তাঁর বাড়িতে এ চাষ করা হয়। পুলিশ ওই নার্সারিতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৩টি গাঁজার গাছ উদ্ধার করে। সেই সঙ্গে জামাল উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। এর আগে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে বাগড়া কলোনি গ্রামের বসতবাড়ির উঠানে বিশ শতক জমিতে একটি নার্সারি গড়ে তোলা হয়। সেখানে রকমারি ফলদ ও বনজ গাছের চারা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল, ভালো ফলনের আশায় ওই ব্যক্তি নার্সারি পরিচর্যা করেন। কিন্তু কে জানত, জামাল উদ্দিন নার্সারির আড়ালে গাঁজারও চাষ করছেন! সেই গোমর ফাঁস হলো পুলিশের অভিযানে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নার্সারির মধ্যে গাঁজার গাছ লাগিয়েছে মর্মে গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে দেখা যায় নার্সারির মধ্যে কয়েকটি গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে গাছগুলো গাঁজার বলে চিহ্নিত করা হয়। এরপর ছোট-বড় মিলে মোট ২৩টি গাঁজার গাছ উদ্ধার করে থানায় আনা হয়। সেই সঙ্গে জামাল উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top