ধানভর্তি ট্রলি উল্টে ধান শ্রমিক নিহত

রাজ টাইমস | প্রকাশিত: ২২ মে ২০২২ ০৪:৩৯; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৪:৫৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাজশাহীর তানোর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে ধানবোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে ধান কাটা শ্রমিক শাজাহান আলী (৫০) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন একই এলাকার আরো ১১ শ্রমিক। তারা সকলেই ট্রলির ধানের বস্তার ওপর বসা ছিলেন।

আহতদের পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত শাজাহান সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গ্রামের সাঈদ মণ্ডলের ছেলে। শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আতাহার নয়ানগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে শ্যাফট ভেঙে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, 'পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহতদের খোঁজ রাখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। '

চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতি ধান মৌসুমে সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক শ্রমিকের প্রাণহানি ঘটে এবং অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top