বাঘায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২২ মে ২০২২ ০৫:৪৪; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:৪০

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বাউসা ও আড়ানী এলাকায় এ ঝড়ে বেশি ক্ষতি হয়েছে।

শনিবার ২১ মে ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড় এই তান্ডব চালায়। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে এবং তার ছিড়ে পড়ে এই এলাকা প্রায় ১০/১২ ঘন্টা বিদ্যুতবিহীন ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে পশ্চিম থেকে উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড গতিতে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এই ঝড়ের তান্ডবে আম, লিচু, কলা, পেঁপেসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে বাউসা ইউনিয়নের বাউসা কাচারীপাড়া ও অমরপুর গ্রামে কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে এবং প্রায় ২০টি স্থানে তার ছিড়ে পড়েছে।

বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুমির কুমার দত্ত জানান, ঝড়ে কয়েকটি বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে। এছাড়া প্রায় ২০টি স্থানে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারনে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, ক্ষতির পরিমান এ মূহুর্তে বলা যাচ্ছে না। আমরা সরেজমিন গিয়ে প্রতিবেদন করবো । তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top