কোটি টাকা আত্মসাত, দু’ব্যাংক কর্মকর্তার সাজা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ০১:৩০; আপডেট: ১১ মে ২০২৪ ১৭:০৫

রাজশাহীতে এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় যমুনা ব্যাংকের দুই ব্যাংক কর্মকর্তার ৫ বছরের সাজা দিয়েছেন আদালত। রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরা এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যমুনা ব্যাংকের রাজশাহী শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আবরার হোসেন খান ও সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ক্রেডিট ইনচার্জ) মাজাহারুল ইসলাম। রায়ে একই সাথে ৭০ লাখ টাকা করে জরিমানা করা হয়।  

মামলার অপর আসামি ঋণ গ্রহীতা নগরীর হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম।  যিনি ২০১৫ সালে নিজ বাস ভবনে পিস্তুল দিয়ে আত্মহত্যা করেন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top