তাড়াশে বাড়ির উঠানে বীজতলা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১ ০৭:০৬; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১০:৩২

তাড়াশে বন্যাপরবর্তী চাষের জন্য বাড়ির উঠানে ব্রি ৩৬ ধানের বীজতলা করেছেন কৃষকেরা। তারা ভাদ্র মাসের শেষের দিকে এ সুগন্ধি ধানের চাষাবাদ শুরু করবেন।
পৌর এলাকার আসানবাড়ি গ্রামের কৃষক শাহালম, জিল্লুর রহমান ও তাড়াশ সদর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ব্রি ৩৬ জাতের ধান কোমর অবধি লম্বা হয়। ফলে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এক বিঘা জমির ধানে ২০ থেকে ২২ মন ফলন হয়। তাছাড়া ৩৬ জাতের ধানের চাল চিকন ও সুগন্ধযুক্ত। যে কারণে দামেও ভালো।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, সাধারণত ব্রি ৩৬ জাতের ধান বোরো মৌসুমের। কিন্তু স্থানীয় কৃষকেরা বাড়তি ফসল হিসাবে বর্ষা মৌসুমে চাষ করে থাকেন।
সূত্র: ইত্তেফাক/ এএস
আপনার মূল্যবান মতামত দিন: