উত্তর গাজায় আর কোনও সক্রিয় হাসপাতাল নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৫০; আপডেট: ৭ মে ২০২৫ ২২:৫৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রেইসাস জানিয়েছেন, চিকিৎসক এবং বিদ্যুৎ, জ্বালানিসহ মৌলিক সরবরাহের অভাবে উত্তর গাজার কোনও হাসপাতালের কার্যক্রম আর চালানো যাচ্ছে না।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আহতদের শল্যচিকিৎসা দিতে সক্ষম উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল - আল আহলি আরব হাসপাতালের অপারেশন কার্যক্রম অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।
গেব্রেইসাস বলেন, বেশী রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজনে আল আহলি আরব হাসপাতাল স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না। সেখানে মাত্র ১০ জন চিকিৎসাকর্মী প্রাথমিক চিকিৎসা, ব্যথা উপশম ও পরিচর্যা সেবা প্রদান করছেন এবং বৃদ্ধ ও শিশুসহ আহত ৮০ জন হাসপাতালে আশ্রয় নিয়েছে
বর্তমানে উত্তর গাজা উপত্যকায় মাত্র চারটি হাসপাতাল অত্যন্ত সীমিতভাবে কার্যক্রম চালাচ্ছে।
একই দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত জাতিসংঘের একটি দল গাজা উপত্যকার বৃহত্তম চিকিৎসাপ্রতিষ্ঠান শিফা হাসপাতাল এবং আল আহলি আরব হাসপাতাল পরিদর্শন করে। সেখানে তারা কিছু জরুরি ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করে।
আপনার মূল্যবান মতামত দিন: