নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যের বিরোধিতা

ভেস্তে গেল আমেরিকার স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২০ ২৩:৩৭; আপডেট: ২২ আগস্ট ২০২০ ২৩:৩৭

ফাইল ছবি

বিফলে গেল আমেরিকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে প্রচেষ্টা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের আবেদনের ঘোর বিরোধিতা করেছে স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্য দেশ। খবর রয়টার্স

নিরাপত্তা পরিষদের ১৩ টি দেশ পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়ে দিয়েছে। পরিষদের বাকি দুই দেশ যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিকই শুধু এ প্রস্তাবের পক্ষে।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার জন্য নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পরিষদের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধির কাছে করা এই আবেদনে বিরোধিতা করেন বেশীরভাগ সদস্য।

ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপের বিরোধী ইউরোপীয় তিন পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ও। তারা আলাদা চিঠি দিয়ে আমেরিকার স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে।

আমেরিকার এমন পদক্ষেপ গ্রহণের কোন অধিকার নাই বলে জানিয়েছে চীন এবং রাশিয়া। তারা ও এই প্রস্তাবের বিরোধী।

পুনরায় নিষেধাজ্ঞার মুখে না পড়লে আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান। পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top