প্রেম কিনেছি হৃদয়-দামে : কিশোর কবিতার অনন্য এক বই
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৪; আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৯
মুহাম্মদ ইয়াকুব
মাহফুজুর রহমান আখন্দ এর প্রেম কিনেছি হৃদয়-দামে কাব্যগ্রন্থে এক প্রেমের হরেক রূপ প্রতিভাত হয়েছে। কিশোরদের উপযোগী কাব্যগ্রন্থটি যেমন গতিময়, ঠিক তেমনই ছন্দোময়। খ্যাতনামা প্রচ্ছদশিল্পী মোমিনউদ্দিন খালেদের শৈল্পিক প্রচ্ছদে ইনভেলাপ পাবলিকেশন্স থেকে প্রকাশিত কিশোর কবিতার বইটি কিশোরদের পাশাপাশি ছান্দসিক মানুষের আত্মার খোরাক যোগাতে সক্ষম।
ড. মাহফুজুর রহমান আখন্দ বহু গুণে গুণান্বিত একজন গুণী মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পেশায় নিয়োজিত ড. মাহফুজুর রহমান আখন্দ একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, ইতিহাসবিদ, গীতিকার, সমাজকর্মী ও সাহিত্য সংগঠক। "প্রেম কিনেছি হৃদয়-দামে" কাব্যগ্রন্থটি কবিসত্তার গভীর মমতায় সৃষ্ট মাহফুজুর রহমান আখন্দের কিশোর কবিতার চমৎকার সংকলন।
স্বরবৃত্তের নান্দনিক গতিময় ছন্দে রচিত কবিতাগুলো কিশোর মনে দোলা তো দিবেই, পরিণত মানুষের মনও আন্দোলিত করবে। কাব্যগ্রন্থটির কিছু কিছু কবিতায় স্বরবৃত্তের বৃত্তে থেকেই নিজস্ব পরীক্ষা-নিরীক্ষার প্রয়াস লক্ষণীয়। সবচেয়ে বড় ব্যাপার হলো কিশোর-কবিতার এই খরা-সময়ে মাহফুজুর রহমান আখন্দ এর এই কাব্যগ্রন্থটি সমকালীন বাংলা সাহিত্যে উষার আলোর মতো দীপ্তি নিয়ে প্রকাশিত হয়েছে।
হৃদয়ের সাথে সর্বাধিক ঘনিষ্ঠ প্রেম একটি আপেক্ষিক বিষয়। প্রেম এবং হৃদয় পরস্পর পাশাপাশি এবং কাছাকাছি বিষয়। কাজেই হৃদয়-দামে কেনা প্রেমই সর্বোচ্চ দামি প্রেম। এই প্রেমের আবার হরেক রকম রঙ, রূপ ও বর্ণ। কবি মাহফুজুর রহমান আখন্দের "প্রেম কিনেছি হৃদয়-দামে" কাব্যগ্রন্থে হরেক প্রেমের রকমারি বিকিরণ ঘটেছে। এখানে আসা অনেক প্রেমের এক প্রেম- ঐশী প্রেম, যার উৎস হেরার আলোয়,-
"প্রেম কিনেছি হৃদয় দামে/চৈতি মাঠে বর্ষা নামে/তোমার বুকেই শেষ ঠিকানা খুঁজি/তোমার প্রেমের পরশ পেতে/পাগলা হৃদয় উঠলো মেতে/শান্তি সুখের ছোঁয়া পেতে চক্ষু দুটো বুজি।"
স্বর্গীয় পবিত্র প্রেম, যার উপস্থিতি কিশোর মনে কলু্ষমুক্ত সত্য ও সুন্দরের নন্দনতত্ত্ব উপস্থাপন করে, "বস্তা ভরা পাপের বোঝা/বিচ্ছু এবং সাপের বোঝা/জাহান্নামের অগ্নিদহ/সব কিছুতেই/না/সহজ সরল ভালোর পথে/শান্তিমাখা আলোর পথে/প্রেম বিরহের অগ্নিদহে/তোমার সাথে চলতে রাজি/হ্যাঁ।"
বহু প্রেমের এক প্রেম হৃদয়ঘটিত প্রেম। মাহফুজুর রহমান আখন্দের কবিতায় অঙ্কিত এই প্রেমের চিত্রও পবিত্র, কলঙ্কহীন,- "তোমার বুকেই রাখছি জমা/আমার অবুঝ মন/তাইতো আমার স্বপ্ননদী/বইছে সারাক্ষণ।"
হৃদয় বেচা-কেনার হাটবাজারে কবি পরিণতির পক্ষে। আলোচ্য গ্রন্থে কবি প্রণয়কে পরিণতি দিতে চেয়েছেন,- "হদয়পুরে বসলো বিচার কাজির মুখে হাসি/বিধান মতো চলুক তাদের ভালোবাসাবাসি/বিচার শুনে বললো সবাই করবে কি আর কাজি/মিয়া-বিবি এই বিষয়ে এক্কেবারেই রাজি।"
পরিচ্ছন্ন হৃদয়ে প্রেম না আসার বেদনা প্রকাশিত হয়েছে মাহফুজুর রহমান আখন্দের কবিতায়,-
"হৃদয় আমার সবুজ পাতা/ছন্দ-ছড়া ছবির খাতা/হৃদয় আমার নীল আকাশের তারা/তবুও কেন আঁধার ঘেরা স্বপ্ন-সাথী হারা।"
বহু প্রেমের এক প্রেম ভুল প্রেম। ভুল প্রেমে মানুষ বন্ধু-স্বজন সব হারিয়ে অন্ধকারে হাবুডুবু খায়। ভুল প্রেমের পরিণতি কবির কবিতায় উপস্থাপিত হয়েছে এভাবে,-"ভুলের সাথে সখ্য হলে আঁধার ফেলে ঘিরে/ভালোবাসার পানসী কভু আর ফিরে না তীরে।" বন্ধুত্বও এক প্রকারের প্রেম। বন্ধুত্বের সংজ্ঞা কী? বন্ধু কারা? কবি মাহফুজুর রহমান আখন্দ চমৎকারভাবে উপস্থাপন করেছেন বন্ধুর পরিচয়,- "বন্ধু মানে তোরা ছাড়া/পৃথিবীটা আঁধার কালো ফিকে।"
প্রেম শুধু জীবিত সত্তার সাথে না, জড় সত্তা বা প্রচলিত সংস্কৃতির সাথেও হয়। মাহফুজুর রহমান আখন্দ ইসলামি চেতনা হৃদয়ে লালন করেন। তাই ইসলামি ঐতিহ্যের প্রেমও তাঁর কবিতায় প্রাসঙ্গিক হয়ে ওঠে,-"জুব্বা-দাড়ি আমার বাড়ি/ফিরিস্তারা সারি সারি/স্বপ্ন মেখে হাসে/জায়নামাজে মায়ের ছবি/ইতিহাসের দুয়ার খুলে/বড্ড ভালোবাসি।"
এই কাব্যগ্রন্থে জাগরণের কবিতাও এসেছে যা কিশোর মনে চিন্তার উদ্রেক করে। ফলে কিশোর-মনে সুপ্ত বোধ জাগ্রত হয়। মাহফুজুর রহমান আখন্দের কবিতায় সকল প্রকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কালের রাখাল জাগরণের ডাক দিয়ে যায়,- "লম্বা ঘাড়ে পাহাড় তাকায়/সমতলের স্বপ্ন ডাক/মাছ-পাখিরা গান ধরেছে/হায়না-শকুন নিপাত যাক।"
"প্রেম কিনেছি হৃদয়-দামে" কাব্যগ্রন্থের যে বিষয়টা পাঠককে প্রথম প্রভাবিত করবে তা হলো এর গতিময়তা। মাহফুজুর রহমান আখন্দ কবিতাগুলো লিখেছেনই গতিময় ছন্দ স্বরবৃত্তে। এখানকার কবিতাগুলো ছন্দের দুলকিতে দোল দেয় পাঠকের হৃদয়পটে,-
"তোমার চুলের খোঁপায় খোঁপায়/ফুটবে ওরা থোকায় থোকায়/সুবাসে মন ভরিয়ে দেবে/শুদ্ধহৃদয় গড়িয়ে দেবে/বুকের মাঝে রাখবে তোমায় জড়িয়ে/তাইতো দিলাম প্রেমের হাওয়া ছড়িয়ে।"
মাহফুজুর রহমান আখন্দ এই কাব্যগ্রন্থের কবিতাগুলির মাধ্যমে কিশোর-মনে জীবনমুখি স্বপ্ন বুনন করেছেন,-"জীবন মানে সামনে চলার গান/জীবন ঘিরেই স্বপ্ন অফুরান/তাইতো চলো জীবন পথের টানে/বাস্তবতার স্বপ্ন সাজাই জীবন তরীর গানে।"নারী বা পুরুষ নয়, কর্মিষ্ঠ মানুষ হিশেবে যে কোন কাজে উজ্জীবিত করেছেন কিশোরদের,-"হওনা তুমি পুরুষ কিংবা নারী/সাহস নিয়ে মনকে বলো/আমিও তো পারি।"
আলোচ্য কাব্যগ্রন্থে কাগুজে স্বাধীনতার শিকলে বন্দি পরিবেশ বর্ণিত হয়েছে চমৎকারভাবে,-
"মিথ্যাচারে ছেয়ে গেছে দেশ/মুক্ত হাওয়ায় স্বাধীনভাবে/বাঁচার এখন নেই তো পরিবেশ।"
"প্রেম কিনেছি হৃদয়-দামে" কাব্যগ্রন্থে কবি মাহফুজুর রহমান আখন্দ কিশোর মনে বুনন করেছেন সাহসের বীজ। কবির প্রত্যাশা, প্রেমঝরা বৃষ্টিতে সিক্ত এই বীজ একদিন পোড়া মাঠে সবুজের সমারোহ ঘটাবে,-
"তপ্ত খরার বুকে ঘাস পোড়া মাঠে মাঠে/সাহসের বীজ বুনি আজ/প্রেমঝরা বৃষ্টিতে/অপরূপ সৃষ্টিতে/সবুজের সমারোহ, আসবেই রাশেদার সুখ/কারুকাজ।"
কবি হতাশার সাগরে ভাসেন না। ঘোর অমানিশায় দেখান আলোর পথ। কিশোরদের মনে ভরসার বাণী আউড়িয়ে শুনালেন আশার আশ্বাস। বললেন, অন্ধকার ফুড়ে আলো আসবেই,- "সত্যবিজয় আসবেই/হেরার আলো ফুলের মতো হাসবেই।"
নৈতিকতা বিবর্জিত এযুগে সত্য ও সুন্দরের জয়গান গাওয়া "প্রেম কিনেছি হৃদয়-দামে" কাব্যগ্রন্থ নিঃসন্দেহে একটি মহৎ শিল্পকর্ম। অজ্ঞতা-অন্ধকারমুক্ত মানবিক পৃথিবী গড়তে এই শিল্পকর্মের কদর হওয়া উচিত। "প্রেম কিনেছি হৃদয়-দামে" কাব্যগ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় ইনভেলাপ পাবলিকেশন্সের ৪১০ নং স্টলে।
আপনার মূল্যবান মতামত দিন: