একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ২২:৪৫; আপডেট: ১০ মে ২০২৫ ০৫:২২

১. বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
দেশের গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। খবর যুগান্তর।
লিঙ্ক
২. মিয়ানমার সীমান্তে ঝুলে আছে বাংলাদেশের সংযোগ
ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অন্যতম সংযোগকারী দেশ বাংলাদেশ। নেটওয়ার্কের চারটি রুট পড়েছে বাংলাদেশে। এসব রুটের অন্যতম উদ্দেশ্য ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজেই পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে অভ্যন্তরীণ রুটগুলোতে অবকাঠামোগত উন্নয়ন করছে বাংলাদেশ। খবর বণিক বার্তার।
৩. দুর্যোগে সর্বদা ব্যাহত মোবাইল নেটওয়ার্ক
দেশের দুর্যোগ পরিস্থিতিতে সবচেয়ে বেশী প্রয়োজন একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা৷ যখন সবচেয়ে বেশি দরকার মোবাইল ফোনের সার্বক্ষণিক যোগাযোগ, ঠিক সে সময়েই মোবাইলের নেটওয়ার্ক থাকে না দুর্গত এলাকায়। খবর যুগান্তর।
৪. শরীরে সিসা বহন করছে তিন কোটি ৬০ লাখ শিশু
শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে উচ্চমাত্রার ক্ষতিকারক সিসা। দেশের ৩ কোটি ৬০ লাখ শিশু রক্তে (৬০ শতাংশ) উচ্চমাত্রার ক্ষতিকারক সিসা বয়ে বেড়াচ্ছে। খবর যুগান্তর।
৫. বিলম্বে হাসপাতালে আসা ও কোমর্বিডিটির কারণে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে
দেশে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৮ জন, যা গত দুই বছরের তুলনায় বেশি। খবর টিবিএসের।
৬. কর ফাঁকি রোধে সিগারেট পেপারের প্রাপ্যতা অনলাইনভিত্তিক করতে চায় এনবিআর
দেশের তামাকজাত পণ্যের উৎপাদন ও বিপণনে কর ফাঁকি ঠেকাতে এর কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়া সিগারেট পেপারের প্রাপ্যতা নির্ধারণকে অনলাইনভিত্তিক করার কথা ভাবছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। খবর টিবিএসের।
আপনার মূল্যবান মতামত দিন: