আজকের এক্সক্লুসিভ বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ ২২:১০; আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৮
১. খাদ্য সঙ্কটের দিকে যাচ্ছে বাংলাদেশ
খাদ্য সঙ্কটের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। বিভিন্ন অর্থনীতিবিদরাও সেই ইঙ্গিত দিয়েছেন। দেশে চাল ও গম আমদানি এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। মোট চুক্তির ৭৪ শতাংশ খাদ্যশস্য এখনো দেশে আসেনি। খবর যুগান্তরের।
২.সৌদির কাছে আর্জেন্টিনার হার, শোকে এক সমর্থকের মৃত্যুর গুজব
বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কাউছার জাবেদ ওরফে কাকন (৫০) নামের এক আর্জেন্টিনা সমর্থকের। কুমিল্লার বুড়িচংয়ে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। খবর যুগান্তরের।
৩. পোশাক শিল্পে কিছুটা আশার আলো
কিছুটা আশার আলো দেখা যাচ্ছে পোশাক শিল্পে। টানা তিন মাসের অর্ডার কমে যাওয়ার পর বাড়তে শুরু করেছে অর্ডারের সংখ্যা। দেরিতে হলেও শীত মৌসুমের পর বসন্ত মৌসুমের পোশাকের অর্ডারের ইনকোয়ারি আসতে শুরু করেছে। খবর টিবিএসের।
৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বেড়েছে এলসি খোলার পরিমাণ
আমদানিতে এলসি খোলার লাগাম টেনে ধরার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এলসি খোলার সংখ্য বেড়েছে। পাশাপাশি ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন শিল্পে ব্যবহৃত মেশিনারিজ বা স্ক্র্যাপ ভ্যাসেলের মতো পণ্য আমদানিও বেড়েছে সেই সঙ্গে। খবর টিবিএসের।
৫. কৃষিঋণ বিতরণে গুরুত্বারোপ গভর্নরের
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষিকে সমুন্নত রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষি ঋণে গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খবর টিবিএসের।
৬. এক যুগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোকসান ৫৯ হাজার কোটি টাকা
দেশের ব্যাংকিং ব্যবস্থার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে খেলাপি ঋণ। এছাড়া নানা বিশৃঙ্খলায় দুর্দশাগ্রস্ত দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহ। এক যুগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষতি ৫৯ হাজার কোটি টাকা। খবর বণিক বার্তার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: