আওয়ামী লীগ নির্বাচনে হস্তক্ষেপ করে না, করবেও না : প্রধানমন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৫; আপডেট: ১৪ মে ২০২৫ ০৭:৪২

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নির্বাচনে কোনোদিন হস্তক্ষেপ করে না, করবেও না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছেন, তারা সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসেন। এটা আর জীবনেও হবে না। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা যাদের, আসেন নির্বাচন করেন। জনগণ যাকে মেনে নেবে সেই ক্ষমতায় যাবে। আজ বৃহস্পতিবার চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।

সংসদ নেতা বলেন, এদেশের কিছু লোক বিদেশে গিয়ে নালিশ করে। দেশের ভাবমূর্তি নষ্ট করে। দেশের নাকি কিছুই হচ্ছে না। কিন্তু আজকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসবে। যারা বলে অনির্বাচিত সরকার আসলে মহাভারত অশুদ্ধ হবে না, তাদের কাছে আমার প্রশ্ন আমাদের সংবিধানের কী হবে? সংবিধানকে বাদ দিয়ে অনির্বাচিত সরকার যারা আনতে চায় তারা কী স্বাধীনতায় বিশ্বাস করে? তারা কী গণতন্ত্র, জনগণের অধিকারে বিশ্বাস করে? তাদের কষ্টটা কোথায়? জনগণ ভালো থাকলে তাদের কষ্ট লাগে কেন?

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না, এখানে অনির্বাচিত সরকার আনতে হবে। ছয়টি উপ-নির্বাচন হলো। আমার প্রশ্ন এ নির্বাচন নিয়ে কেউ একটা কথাও বলতে পারে নাই। এ নির্বাচন যে স্বচ্ছ, অবাধ-নিরপেক্ষ হয়েছে, এটা কী প্রমাণ করে না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন করার সক্ষমতা রাখে। সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না।

সরকার প্রধান বলেন, আমাদের মাঝে গণতান্ত্রিক সহনশীলতা আছে, আমরা তা দেখাচ্ছি। তবে জনগণের জানমাল রক্ষা করা, জনগণের নিরাপত্তা দেয়াটা আমরা আমাদের কর্তব্য। কোনো রকম অরাজকতা, সন্ত্রাস, ভাংচুর, কোনো ধরনের জঙ্গিবাদী কাজ করতে গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।

চলতি অধিবেশনে ২৬ দিন বৈঠক বসেছে বলে জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জানুয়ারি সংসদে ভাষণ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সেই ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সংসদ সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে বলেও জানান তিনি। এতে ২০৯ জন সংসদ আলোচনায় অংশ নিয়েছেন বলে জানিয়ে সংসদ নেতা বলেন, ৪০ ঘণ্টা ২৭ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিল ১৯টি এসেছিল এর মধ্যে ১০টি পাশ হয়েছে। সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন সাতটি, পাশের অপেক্ষায় একটি এবং উত্থাপনের অপেক্ষায় একটি। একটি অধ্যাদেশ আইন হিসাবে পাশ করার কথা জানান সরকার প্রধান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top