বনানীতে চিরনিদ্রায় ব্যারিস্টার রফিক-উল-হক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০ ০০:০৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৭:২২
-2020-10-24-10-53-13.jpg)
চির নিদ্রায় শায়িত করা হল দেশের আইন জগতের এক দ্রুব তারা সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে।
শনিবার (২৪ অক্টোবর) জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে স্ত্রী ডা. ফরিদা হকের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে কয়েক ধাপে সম্পন্ন হয় ব্যারিস্টার রফিকুলের জানাজা। ১০টার দিকে রফিক-উল হকের প্রথম জানাজা আদ-দ্বীন হাসপাতালে অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হয় দ্বিতীয় জানাজা। দুপুর ২টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা সম্পন্ন হয়
শনিবার সকালে নিজ মালিকানা রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ১৫ অক্টোবর তাকে আদদ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আলোচিত ছিলেন ব্যারিস্টার রফিকুল।
রফিকুল পত্নী ফরিদা হক বেশ কয়েক বছর আগে মারা যান। তার ছেলে ফাহিম-উল হকও আইনজীবী।
দেশসেরা এই আইনজীবীর জন্ম ১৯৩৫ সালে। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: