আজ করোনার টিকা নেবেন রাষ্ট্রপতি

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ১৫:২৩; আপডেট: ২ আগস্ট ২০২৫ ২২:৩৬

 ছবি : সংগৃহীত

আজ বুধবার করোনার টিকার প্রথম ডোজ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, আজ বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেবেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা নেন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top