জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩; আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট সম্প্রতি হ্যাক হয়েছে বলে জানা যায়।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে পরবর্তীতে তার এই অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে জামায়াত আমির এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে সেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মনগড়া।
পোস্টে আরও বলা হয়, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’
ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘আমাদের বিরোধীরা যত ধরনের কৌশলই প্রয়োগ করুক না কেন, আমরা জনগণ ও দেশের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ও নীতিগত প্রচারণায়ই মনোযোগী থাকব সবসময়।’
এর আগে নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে বিরুপ মন্তব্য আসে। তাতে নারীদের হেয় করে মন্তব্য পাওয়া যায়। তবে এ নিয়ে পরে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন: