লকডাউনের দ্বিতীয় দিন: সব যানবাহনই রাস্তায়, নেই শুধু বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১ ১৮:২৬; আপডেট: ১৭ মে ২০২৪ ১১:০৫

 ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। বলবৎ থাকবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিন। হ-জ-ব-র-ল অবস্থার মধ্য দিয়ে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের লকডাউন।
ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে লকডাউন বিরোধি বিক্ষোভ সমাবেশ হয়েছে গতকাল। বিক্ষোভকারীরা বলছেন, এ লকডাইনের কোন মানে হয়না, কারণ অফিস খোলা, বইমেলা চলছে, ব্যাক্তিগত গাড়ি চলছে শুধু বাস বন্ধ রেখে অধিকাংশ নিম্ন আয়ের মানুষদের ভোগান্তিতে রাখছে সরকার। দোকান বন্ধ হলে আমাদের পরিবার চলবে কিভাবে? সরকার আমাদের সে নিরাপত্তা দিয়েছেন? তাহলে আমরা কিভাবে এমন লকডাউন মানবো।

রাজধানীর রাস্তায় বাস ছাড়া দেখা যাচ্ছে সব ধরনের পরিবহন। ফলে ভোগান্তির পাশাপাশি পরিবহন সংকটে পড়ে অফিসগামী সাধারণ যাত্রীরা। তারা বলেন, অফিস আদালত সব খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কোনও মানে হয় না।



বিষয়: লকডাউন


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top