গণমাধ্যম ‘সর্বাত্মক লকডাউনের’ আওতামুক্ত

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১ ০১:১৭; আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:০২

প্রতিকি ছবি

কাল বুধবার থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউনে’ গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অর্থাৎ গণমাধ্যমের কর্মীদের কাজ ও চলাচল অব্যাহত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সর্বাত্মক লকডাউনের ১৩ দফা বিধিনিষেধে গণমাধ্যমের বিষয়ে এই কথা বলা হয়েছে। জানতে চাইলে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার বলেন, সংবাদপত্র এজেন্ট, হকার ও সংবাদপত্র পরিবহনও এই সর্বাত্মক লকডাউনের আওতার বাইরে থাকবে।

এদিকে পুলিশ আট দিনের সর্বাত্মক লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘মুভমেন্ট পাস’ দিতে বিশেষ অ্যাপ চালু করলেও গণমাধ্যম কর্মীদের এই পাস লাগবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

পুলিশ জানিয়েছে, লকডাউনে নিতান্ত প্রয়োজনে সাধারণ মানুষের বাসা থেকে বের হতে হলে www.movementpass.police.gov.bd এই ওয়েব ঠিকানায় ঢুকতে হবে। হপ্রয়োজনীয় তথ্য পূরণ করার পর ডাউনলোড করে তা প্রিন্ট নিতে হবে। প্রিন্ট কপিটিই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করাবে।



বিষয়: লকডাউন


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top