বাধা দিয়ে লাভ নেই,পল্টনেই গণসমাবেশ হবে: মির্জা ফখরুল
বাধা দিয়ে লাভ নেই,পল্টনেই গণসমাবেশ হবে: মির্জা ফখরুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ ১০:২২; আপডেট: ২ মে ২০২৫ ২২:৩৯

বাধা দিয়ে কোনো লাভ হবে না, ১০ ডিসেম্বর পল্টনেই হবে বিএনপির গণসমাবেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন। বলেন, এখনও আসল ঘোষণা আসে নাই। ১০ তারিখ ঘোষনা হবে। ১০ ডিসেম্বর সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা আসবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর পল্টনে ব্রাহ্মণবাড়িয়ার বানঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নয়ন মিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্দেশেই গুলি করেছে পুলিশ। প্রতিদিনই রক্তে রঞ্জিত হচ্ছে ক্ষমতাসীনদের হাত।। ধর্মপুত্র যুধিষ্ঠির মতো কথা বলে আওয়ামী লীগ। কিন্তু তারাই সবচেয়ে নির্মম নিষ্ঠুর।
সংবিধান সত্য হলে এই সরকার সত্য নয় বলে এ সময় উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মরিয়া; এজন্য নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি গায়েবি মামলা দেয়া হচ্ছে। মামলা-হামলা আর গুম-খুন করে চলমান আন্দোলন দমানো যাবে না।
#এমএস
আপনার মূল্যবান মতামত দিন: