আগামীকাল থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৬ ১৩:৩৪; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ১৫:২১

- ছবি - ইন্টারনেট

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।

এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে সারাদেশের ১৫৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগে এ পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top