পদ্মায় নৌকাডুবির উদ্ধার অভিযান সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০১:০৭; আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০১:০৮

নৌকাডুবিতে নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের খোঁজ পাওয়া যায়নি। গত শুক্রবার বিকেলে নৌকাডুবির পর থেকে চলা উদ্ধার তৎপরতা গতকাল রোববার সন্ধ্যায় অভিযান সমাপ্তের ঘোষণা করে ফায়ার সার্ভিস।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, সাধারণত ২৪ ঘণ্টা পর মরদেহ পানিতে ভেসে ওঠে। কিন্তু দুই দিন চেষ্টা করেও নিখোঁজ দুইজনকে আমরা পাইনি। তাই আমাদের ডুবুরি দল নদী থেকে উঠে গেছে। এখন আমরা অপেক্ষা করছি। কোথাও ভেসে উঠলে আমাদের খবর দেয়া হবে। তখন আমরা মরদেহ উদ্ধার করব।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকা ডুবে যায়। পরে ১১ জনকে উদ্ধার করা হলেও তারা এখনও নিখোঁজ রয়েছেন। তবে তাদের পরিবারের সদস্যরা ধারনা করছেন তারা আর জীবিত নেই। এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। গত শনিবার দুপুরে নগরের দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আন্দালীব



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top