রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ০৩:৩২; আপডেট: ১৯ মার্চ ২০২৪ ০৮:৫০

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে মানববন্ধন করেছে ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় উচ্চস্বরে সবাই বলতে থাকে, 'সেকেন্ড টাইম ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার।'

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনাকালে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন তাদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি বাতিল করার দাবিও জানান তারা।

মানববন্ধনে মদিনাতুল উলুম কামিল মাদরাসার শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, করোনা কালীন ক্ষতি পুষিয়ে দিতে ৫বছর পর ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম চালু করেন রাবি প্রশাসন। কিন্তু ২০২০ সালের ব্যাচের থেকে আমরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমাদের অধিকার কেন হরণ করা হচ্ছে। আমাদের দাবি একটাই সেকেন্ড টাইম বহাল চাই।

বরেন্দ্র কলেজের আরেক শিক্ষার্থী খালেদ বলেন, করোনার কালীন আমরাও তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমাদের সাথে কেন এমন অবিচার করছেন রাবি প্রশাসন? সেকেন্ড টাইম ভিক্ষা নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আমাদেরকে কেন সীমাবদ্ধ করে রাখা হচ্ছে। আমরা এসব অন্যায় সহ্য করবো না। রাবি প্রশাসন যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।

রাজশাহী কলেজের শিক্ষার্থী বাদশা বলেন, আমাদের ভর্তি পরীক্ষায় সময় সেকেন্ড টাইমাররা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারাই বেশি চান্স পেয়েছে। এতে আমাদের ভর্তি সিট কমে যায়। এ কেমন অবিচার? আমরা চাই এবারও সেকেন্ড টাইম বহাল রাখা হোক। রাবিতে সিলেকশন সিস্টেম বাতিল করতে হবে কারণ এখানে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়।

এসময় মানববন্ধনে রাজশাহী নগরীর বিভিন্ন কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এনএ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top