বাঘায় প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০ ০০:৩১; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০২:৪৫
-2020-10-14-18-30-35.jpg)
আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় ৩৯টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় প্রশাসন ভবনের হলরুমে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রভাষক ধীরেন্দ্রনাথসহ উপজেলার ৩৯টি পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: