নগরীতে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২০ ১৮:৫৪; আপডেট: ১৪ জুলাই ২০২০ ২১:৫০

গত ২৪ ঘন্টায় আরো ৬০ জন নিয়ে নগরীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৩ জনে। একই সময়ে চিকিৎসক, চারজন নার্স এবং ১০ পুলিশসহ রাজশাহীর দুইটি ল্যাবে সর্বমোট ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১৮১ নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৩৯ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে রাজশাহী নগরে বসবাস করে ৩৬ জন। বাকি তিনজনের মধ্যে পাবনার দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। তারা তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজশাহী নগরীর ৩৬ জনের মধ্যে একজন চিকিৎসক, চারজন নার্স এবং ১০ পুলিশ রয়েছেন।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীম নগরীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন ও নাটোরের ৩ জন।

রাজশাহীতে নতুন ৬০ জন শনাক্ত নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৩৮ জন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১০২৩ জন। এছাড়া জেলার বাঘা উপজেলায় ২৩, চারঘাটে ৩১, পুঠিয়ায় ১৯, দুর্গাপুরে ১৭, বাগমারায় ৩৮, মোহনপুরে ৪৭, তানোরে ৪৫, পবায় ৮৩ এবং গোদাগাড়ীতে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top