রাবিতে মোস্তাফিজ হত্যার বিচার দাবি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০ ২৩:৫৮; আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ০০:০০

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোস্তাফিজ হত্যার বিচার চেয়ে মানববন্ধন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল তিনটায় মোস্তাফিজ হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে শিক্ষার্থীরা।

এই সময় শিক্ষার্থীরা এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ৩ দফা দাবি পেশ করে। দাবিগুলো হল আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। নিহতের পরিবারকে ক্ষতিপূরন প্রদান।

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় মানববন্ধনে।

এই সময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি ও নওয়াব আব্দুল লতিফ হলের প্রভোস্ট একরাম হোসেন৷ দর্শন মাস্টার্সের শিক্ষার্থী সোহেল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসানুর, এস আই জামান সহ অর্ধ-শতাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, ঢাকার সাভারে ঢাকা- আরিচা মহাসড়কের শিমুলতলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারায় রাবি শিক্ষার্থী মোস্তাফিজ।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top