মহিলা পলিটেকনিকের সেমিনারে সচিব কামাল হোসেন
আমাদের আরো পরিশ্রমী ও সচেতন হতে হবে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:২০; আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:২১

`স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা' শীর্ষক কর্মশালা রাজশাহী মহিলা পলিটেকনিকে অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিউদ্দিন ও যুগ্ম সচিব ,শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মল্লিক, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী এর নির্বাহী প্রকৌশলী নাসিম রেজা ।
কর্মশালায় রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সকল শিক্ষক কর্মচারী এবং রাজশাহী পলিটেকনিক এর শিক্ষকগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ,রাজশাহীর কর্মকর্তাগণ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, সরকার ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাচ্ছেন । ২০৪১ সাল নাগাদ একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে । স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দরকার স্মার্ট সিটিজেন বা স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভারমেন্ট । এ জন্য আমাদেরকে আরো পরিশ্রমী হতে হবে, আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, আমাদের মাথাপিছু ইনকাম বাড়াতে হবে। কর্মশালা শুরুর পূর্বে সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন ইনস্টিটিউট এর বিভিন্ন ল্যাব ও ক্লাস পরিদর্শন করে দিক নির্দেশনা প্রদান করেন। পরে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি ঔষধি বৃক্ষ রোপন করেন। এছাড়াও সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভ ইন্সটিটিউট এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনসহ রাজশাহী বিভাগীয় মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: