বাগমারায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০ ২১:২০; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০২:৫০
-2020-10-27-15-19-32.jpg)
নানা কর্মসূচীতে রাজশাহীর বাগমারা উপজেলায় পালিত হল জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলামের পরিচালনায় ও আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান মুকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মানিক, তাহেরপুর পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা শাহাদৎ হোসেন, আলাল, রকেট, রতন, আসাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান জজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মামুনুর রশিদ, জামান, সাবেক ছাত্রদল সভাপতি আফজাল হোসেন।
এই সময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা রুবেল হোসেন, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মহব্বত আলী, উজ্জল, আরিফুল ইসলাম গনি, শরিফুল ইসলাম, কাওসার আহম্মেদ সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর যুবদলের দলীয় নেতৃবৃন্দ।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: