অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০ ০৩:৫৪; আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ০৩:৫৪

নগরীর বুধপাড়া ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম (৩৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মান্দুমোড় এলাকার মুকুল মিয়ার পুত্র।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে র্যাব-৫ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: