রাজশাহীতে আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৪ ২৩:১৮; আপডেট: ২১ মে ২০২৪ ১৮:৪০

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আরডিএ মার্কেটের প্রথম দোকানটির দ্বিতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস রাজশাহী সদর দফতরের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ মার্কেটটি প্রায় বছর তিনেক আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা গণমাধ্যমকে জানান, রাতে আরডিএ মার্কেটের এক নম্বর গদির ভবন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে না অন্য কোনোভাবে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাই ডাম্পিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top