আব্দুল হালিম ও মুখতারুল ইসলাম এর পিএইচ.ডি ডিগ্রী অর্জন
রাজ টাইমস | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ২৩:২৭; আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ২৩:৩৫
রাজশাহীর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল হালিম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী রাজশাহীর সহকারী শিক্ষক মুখতারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫০২ সভায় তাদের এ ডিগ্রী অনুমোদন দেয়া হয়।
মোঃ আব্দুল হালিম এর গবেষণা শিরোনাম ছিল সফিউর রহমান মুবারকপুরী: সীরাত সাহিত্যে তাঁর অবদান (Safiur Rahman Mubarakpuri: His Contribution to Seerah Literature)Ó| গবেষণা সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। পরীক্ষক বোর্ডের সদস্য ছিলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম ভারতের বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান প্রফেসর ড. আশফাক আহমাদ।
ড. মোঃ মো.আব্দুল হালিম শিক্ষাজীবনের সর্বস্তরে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছেন এবং তিনি একজন দক্ষ শিশু-কিশোর সংগঠক। রাজশাহী জেলার বাগমারা উপজেলার হরিপুর গ্রামের মরহুম মোঃ ইলিয়াস প্রাং এবং জনাবা মোছাঃ হালিমা বিবির সন্তান।
অপর দিকে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী রাজশাহীর সহকারী শিক্ষক মুখতারুল ইসলাম এর গবেষণা শিরোনাম ছিল ইহসান ইলাহী যহীর: ইসলামী আক্বীদা প্রতিষ্ঠায় তাঁর অবদান (Ihsan Ilahi Zaheer : His Contribution in Establishing Islamic Aqidah)Ó| গবেষণা সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। পরীক্ষক বোর্ডের সদস্য ছিলেন: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী এবং ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মো. মশিহুর রহমান ।
ড. মুখতারুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার বাউসা হেদাতী পাড়া গ্রামের মাও. মোঃ আযহারুল ইসলাম এবং দেলরওশন এর সন্তান।
আপনার মূল্যবান মতামত দিন: