রাবির মূল ফটকের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ২

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৪:২৭

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালকের দুই পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।

অটোরিকশায় থাকা এক যাত্রীর মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এসময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী নগরীর শহর থেকে আসা একটা যাত্রীবাহী বাস আসছিল। অপরদিকে বিনোদনপুর রোড হয়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত উভয়কেই রামেকে ভর্তি করা হয়েছে।

আহত রিকশাচালকের নাম মো. মুন্না মিয়া (৩১)। তিনি বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ গ্রামের মো. মামুন হোসেনের সন্তান। অন্যদিকে আহত যাত্রীর নাম মো. সোহেল রানা (২২)। তার বাসা নওগাঁ জেলা। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কুচিন্দা গ্রামের মো আলম হোসেনের সন্তান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top