চলে গেলেন প্রতিথযশা সাংবাদিক শামসুল আলম

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ ১৪:৫১; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১১:৫৩

ছবি: সংগৃহীত

পশ্চিম বগুড়ার প্রথিতযথা ও জৈষ্ঠ্য সাংবাদিক শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি শিশু নিকেতন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বগুড়া-৩ আসনের এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী, স্থানীয় অন্যান্য জন প্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

মরহুম শামসুল আলম দৈনিক করতোয়া, নয়া দিগন্ত ও চাঁদনী বাজারসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন আদমদীঘি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। কয়েক মাস যাবত তিনি ফুসফুস ও পরিপাকতন্ত্রের দূরাগ্য ব্যাধিতে ভূগছিলেন। হঠাৎই শারীরীক অবস্থার অবনতি হলে গত শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করানো হয়।

সোমবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শামসুল আলম ছিলেন প্রতিভাবান, মানবিক ও সাহসী সাংবাদিক। তাঁর মৃত্যুতে সাংবাদিকসহ বিভিন্ন মহল গভীর শোক করেছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top