রাবি ইসলামিক স্টাডিজ বিভাগের ক্রিকেটে চ্যাম্পিয়ন 'টিম ব্লোসোম'

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ ১৯:২০; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১০:৩০

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) TUB International LTD'র সৌজন্যে Islamic studies Francaise premier League (ISFPL)-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে টিম ব্লোসোম।

সোমবার (১১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ ফাইনালে টিম রাইজিং স্টারকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

টসে জিতে টিম ব্লোসোম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ১৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। জবাবে রাইজিং স্টার ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রান করে। টিম ব্লোসোমের হয়ে মানিক হ্যাট্রিক এবং নাজমুল ১৭ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে TUB International LTD চেয়ারম্যান মো. তৌহিদুল হক তৌহিদ বলেন, ISFPL-এর ক্রিকেট টুর্নামেন্টে টিউব ইন্টারন্যাশনাল লিমিটেড'র চেয়ারম্যান হিসেবে টাইটেল স্পন্সর করতে পেরে আমি আনন্দিত। আমি খেলা ধুলা প্রিয় মানুষ ক্রিকেট এক সময় প্রচুর খেলতাম, সেই জায়গা থেকে কেউ ডাক দিলেই আমি সাড়া দেই। তাছাড়া আমার কোম্পানির পক্ষ থেকে যতটুকু পারি পাশে থাকার চেষ্টা করি।

আপনাদের এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি আনন্দিত ও বিমোহিত। পরবর্তীতে যদি আপনারা টুর্নামেন্টের আয়োজন করেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

আয়োজক কর্তৃপক্ষ সহযোগিতা করার জন্য তৌহিদুল ইসলাম তৌহিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ISFPL ক্রিকেট টুর্নামেন্টের ২য় আসরের টাইটেল স্পন্সরের পাশাপাশি টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করায় আমরা কৃতজ্ঞ। আগামীতেও এমন আয়োজনে TUB International Ltd-কে পাশে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top