পুঠিয়া খাদ্য গোডাউন থেকে টাকা চুরি 

মাজেদুর রহমান, পুঠিয়া | প্রকাশিত: ২৩ জুলাই ২০২০ ০১:৩৪; আপডেট: ১৬ মে ২০২৪ ১৬:৩৯

রাজশাহীর পুঠিয়া উপজেলা খাদ্য গোডাউন থেকে কর্মকর্তা কর্মচারিদের ঈদ বোনাসের টাকা চুরি হয়েছে।বুধবার দুপুর সাড়ে বারোটার সময় উপজেলা সদরের মেডিকেল গেট সংলগ্ন খাদ্য গোডাউনের আফিস কক্ষের বারান্দা থেকে।
এতে গোডাউনের কর্মকর্তা কর্মচারিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, বুধবার  পুঠিয়া খাদ্য গোডাউনের অফিস সহকারী বিলকিস আক্তার তার অফিসের কর্মকর্তা কর্মচারিদের ঈদ বোনাসের ৮৮ হাজার ৯ 'শ ৯০ টাকা উঠাতে সোনালী ব্যাংক পুঠিয়া শাখায় যায়।
টাকা গুলো একটি ব্যাগে নিয়ে ফিরার পথে গোডাউন সংলগ্ন চা স্টলের কাছে পৌছালে দুইজন অপরিচিত ব্যক্তি  বোরখায় কাদা লেগে আছে বলে তাকে মেডিকেলের ভিতরে গিয়ে ধুয়ে বলেন। সেসময় সে তাদের কথায় কান না দিয়ে ব্যাগ নিয়ে গোডাউনের ভিতর যায়। গোডাউনের সামনের বারান্দায় টাকার ব্যাগটি রেখে টিউবওয়েল গিয়ে বোরখার কাদা ধুতে যায়।
সেই সুযোগে দুইজন টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যায়। পরে পুঠিয়া থানা খাদ্য গোডাউনের অফিস সহকারী বিলকিস আক্তার বাদি হয়ে সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 
 
 
  


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top