রাজশাহীতে করোনায় একদিনে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২০ ১৯:২৬; আপডেট: ১৭ মে ২০২৪ ০৩:৪৫

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন করে ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন একই সময়ে ৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯০৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৫০৮৭ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৭৭ জন, নওগাঁয় ৩, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ৫০ জন ও পাবনায় ২৮ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪৩৭০ জন। এছাড়াও রাজশাহীতে ২৪২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮ জন, নওগাঁয় ৮৪৪ জন, নাটোরে ৩৮৭ জন, জয়পুরহাটে ৬৫৬ জন, সিরাজগঞ্জে ১১৮০ জন ও পাবনায় ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ৯০ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫০৮৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৭৬৩, চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ জন, নওগাঁয় ৬৪০ জন, নাটোরে ১৫২ জন, জয়পুরহাট ১৯৭ জন, বগুড়ায় ২৫৭৫ জন, সিরাজগঞ্জ ৩০৯ জন ও পাবনায় ৩১৩ জন।

#পিটি/এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top