তানোরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২০ মে ২০২৪ ১৯:৩৩; আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬
-2024-05-20-19-33-03.jpg)
রাজশাহীর তানোরে ট্রাকের ধাক্কায় মাহফুজ আলী ওরফে আগুন নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের চিনাশো পাইকোরতলায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই উপজেলার চিনাশো এলাকার মহসিনের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে মেইন সড়কে দাঁড়িয়ে ছিল শিশু মাহফুজ। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ওসি বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিষয়: সড়ক দূর্ঘটনা তানোর উপজেলা নিহত
আপনার মূল্যবান মতামত দিন: