রাজশাহীতে সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৩ মে ২০২৪ ১৯:১০; আপডেট: ১৬ জুন ২০২৪ ২০:৪৯

ছবি: সংগৃহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাজশাহীতে এবার সাড়ে তিন লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার জেলা ও মহানগরে এই ক্যাম্পেইন চলবে।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী জেলার ৯ উপজেলায় এবার ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭০ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ১০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ১০৫ জন শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৭৯ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সিটি করপোরেশনে ৩৭৩টি কেন্দ্রে এক হাজার ১৯ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। আর জেলার ৯ উপজেলায় ৫ হাজার ২৬৫টি কেন্দ্রে থাকবেন ১৫ হাজার ৮২২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক।

মতবিনিময় সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মাহাবুবা খাতুন, মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top