বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৪ মে ২০২৪ ২০:১৮; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৬:৫৪
-2024-05-24-20-17-33.jpg) 
                                রাজশাহীর বাগমারায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস আহমেদ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইলিয়াস আহমেদ উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে।
স্বজনেরা জানান, জমি নিয়ে শত্রুতার জেরে গত ১৩ মে ইলিয়াসের ওপর হামলা চালানো হয়। সেদিন বিকেলে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে তাঁকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। এই হামলায় নেতৃত্ব দেন তাঁর ফুপাশ্বশুর আইনুল হকসহ সাত-আটজন।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, হামলার শিকার ইলিয়াস মারা গেছেন। তাঁর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

 
                                                     
                                                    -2021-11-02-20-31-22.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: