মুজিব শতবর্ষ নাট্যোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০ ০৪:২৩; আপডেট: ১১ মে ২০২৪ ১৮:১৭

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নাটক ‘বাতিঘর’ মঞ্চস্থ হয়েছে। তিনদিনব্যাপী  ‘মুজিব শতবর্ষ নাট্যোৎসব’ এর প্রথম দিন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

সন্ধ্যা ৬টায় রাজশাহী শিল্পকলা একাডেমির মঞ্চে একটি নৃত্যালেখ্যর মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। এতে অংশ নেন নৃত্যশিল্পী ল্যাডলী মোহন মৈত্র ও আলো মৈত্র। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

উৎসবের দ্বিতীয় দিনে বুধবার রয়েছে কামারুল্লাহ্ সরকার ও নিতাই কুমার সরকার রচিত রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক ‘পথিকৃৎ’। তৃতীয় দিনে পরিবেশিত হবে বিমল বন্দোপাধ্যায় রচিত ও মামুন উর রশিদ নির্দেশিত রাজশাহী সাংস্কৃতিক সংঘ প্রযোজিত নাটক ‘একটি অবাস্তব গল্প’।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top