একই মাঠে দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ, বগুড়ায় ১৪৪ ধারা জারি

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৪ জুন ২০২৪ ১০:২৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:২৮

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড় শিমুল উচ্চবিদ্যালয় মাঠে একই সময়ে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনি সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে কোন প্রার্থীই ওই মাঠে সভা-সমাবেশ করতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, আগামী ৫ জুন চতুর্থ ধাপে ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই খোকন (মোটরসাইকেল) ও অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক (ঘোড়া) রোববার বিকাল ৩টায় চিকাশী ইউনিয়নের জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশ আহবান করেন। সমাবেশ চলাকালে কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে আইন-শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কা থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারামতে জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশ স্থল ও এর আশপাশে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা সমাবেশ, মিছিল, বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোটা বহন এবং উচ্চ স্বরে শব্দযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাই খোকন জানান, তিনি এখন পর্যন্ত কোনো সভা-সমাবেশ করেননি। স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির কাছে অনুমতি নিয়ে জোড় শিমুল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশ আহবান করেন। এ ব্যাপারে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী পরাজয়ের আশঙ্কায় একই সময় ও স্থানে পাল্টা সমাবেশ ডাকেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করলে তিনি প্রায় এক কিলোমিটার দূরে শনপঁচায় সমাবেশ করেছেন।

অপরপ্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক জানান, তিনি প্রশাসনকে অবহিত না করে মৌখিক অনুমতি নিয়ে স্কুল মাঠে সমাবেশ ডেকেছিলেন। দু’পক্ষ মুখোমুখি হওয়ায় প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে বলেছিলেন।

তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপর্যয় দেখে পাল্টা সমাবেশ ডাকেন। কিন্তু আমি তার ফাঁদে পা দিইনি এবং কোনো সমাবেশ করিনি।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top