জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী বিভাগের ১০ সংগ্রামী নারী

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪ ২১:৪৮; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০২:৩৯

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের সংগ্রামী সফল ১০ নারী পাচ্ছেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। আগামী মঙ্গলবার (১৬ জুলাই) তাদের হাতে এ সম্মানা তুলে দেওয়া হবে।

রোববার (১৪ জুলাই) রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বেলা ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জয়িতা সম্মাননার জন্য মনোনীত ১০ নারী হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলার হাছনা বেগম ও রাজশাহী মহানগরীর সোনিয়া খাতুন; শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার তাছলিমা আবিদ; সফল জননী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অরিদা বেগম; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে রাজশাহী নগরীর মর্জিনা ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পরিনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরীর বাসিন্দা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মো. মুহিন ওরফে মোহনা এবং জয়পুরহাট সদর উপজেলার আছমা বিবি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল জানান, সংগ্রামী সকল সফল নারীদের প্রতীকি নাম ‘জয়িতা’। মঙ্গলবার সফল এই ১০ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হবে। তৃণমূলের নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত করতে এবং তাদেরকে স্বীকৃতি দিতে দেশে প্রতিবছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারও আবেদনের পর যাচাইবাছাই শেষে রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী ও সফল নারীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। পরবর্তীতে ওই ৪০ জনের মধ্যে ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচন করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top