চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪ ১৭:০৩; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০১:০৪

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সানোয়ার। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামে। গণপিটুনির বিষয় নিশ্চিত করেন ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল। এমন সময় জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন সড়কে একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে এলে সানোয়ারকে ওই ভ্যানচালককে ঝাপটে ধরে চিৎকার করতে থাকেন। ট্রাক ও বাসের লোকজন এবং স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তি ঘটনাস্থলে গণপিটুনিতে নিহত হন।

ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, ভোলাহাটের জামবাড়ীয়া এলাকায় ডাকাতি করার সময় সানোয়ার নামের এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top