স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা

নাটোরে শেখ হাসিনা-এমপি শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪ ১৮:৫৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:২৩

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরে স্কুলছাত্র ইয়াসিন ইসলামকে (১৭) তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শিমুলসহ আওয়ামী লীগের ১১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহতের বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল আর ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে।

অন্য আসামিরা হলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোর্তুজা আলী বাবলু, সৈয়দ মোস্তাক আলী মুকুল, মো. ফিরোজ, অ্যাডভোকেট মালেক শেখ, জাহিদুর রহমান জাহিদ, জামিল হোসেন মিলন, বাবুল আকতার, মজিবুর রহমান, সায়েম হোসেন উজ্জ্বল, আবু বিহারী, নাজমুল হোসেন সরকার, চিত্ত রঞ্জন সাহা, সুজিত (ঠিকাদার), মোস্তারুল ইসলাম আলম, রতন প্রামাণিক, নয়ন সরকার, আরিফুর রহমান মাসুম (কমিশনার), আকরাম হোসেন পিএস, আরিফুল ইসলাম সনি, নাইম, ময়েজ সরকার, কুরবান, নিজাম, জাহাঙ্গীর, সাজেদুল আলম সাগর, এহিয়া চৌধুরী, শফিকুল ইসলাম শরীফ, সাব্বির, ভেদা মেম্বার, আজিম, রানা, রুবেল, হাফিজ উদ্দিন, বাচ্চু, সামাদ, সোহেল, সাখায়াত, কোয়েল, উমর আলী প্রধান, ইউসুফ, আজম, মো. শাজাহান, সোহেল, শরিফ হাসান, রাকিব, জীবন, সজিব, প্রিন্স, মারুফ, সাইফুল, সুমন, বাবু, জনি, সবুজ, মোহন, গোলাম কিবরিয়া, রনি, বাঙ্গী, নাজমুল বাজি, আসাদুজ্জামান আসাদ, টুটুল, মাসুদুর রহমান মাসুদ, ভোলানী কাজল, বাই সাইফুল, শেখ হাবিবুর রহমান চুন্নু, হিরা, রবিন, রবি, মনির, জেমস, সিডু, রিফাত, কালাম, কামরুল, উল্লাস, আকিব চৌধুরী, সাজ্জাদ হোসেন তপন, আশরাফ গাজী, মলয় কুমার রায়, আলম গাজী, সেন্টু গাজী, মান্নান মিতাজি, খোকন বেপারী, ছোট নাজমুল, হান্নান মিজি, শান্ত, শিমুল, কানন, সজিব, সোহেল, রুবেল, মাসুদ, ইউসুফ আলী (কালু), রানা, কালাম, রবিউল, মো. রক্সি, মীর নাফিউল ইসলাম অন্তর, আশিক আলী, নাজমুল, শাওন, সজিব, গোলাপ হোসেন ও জেমস।

মামলার বাদী ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনে অংশ নেয় তার ছেলে ইয়াসিন ইসলাম। সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাঁসুয়া, কুড়াল, রামদা নিয়ে সমাবেশে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলন বন্ধ করতে মারধর শুরু করে। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের হুকুমে কিশোর ইয়াসিন আলীকে এলোপাতাড়ি মারধর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে নিয়ে দ্বিতীয় তলায় একটি কক্ষে আটকে রাখা হয়।

পরের দিন বিকেলে ২ নম্বর আসামি (শফিকুল ইসলাম শিমুল) কিশোর ইয়াছিনকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যান। পরদিন সকাল ৯টার দিকে ওই বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top